Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড়শ টাকায় ইফতারের কাঁচাবাজার প্যাকেজ কিনলেন স্বরাষ্ট্রমন্ত্রী


৭ মে ২০১৯ ১৩:৫০ | আপডেট: ৭ মে ২০১৯ ১৫:২৬

ঢাকা: পাঁচ সদস্যের একটি পরিবারের দুইদিনের ইফতারে যে পরিমাণ কাঁচাবাজার লাগে তা পাওয়া যাবে মাত্র ১৫০ টাকায়। রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজারে একটি প্যাকেজের আওতায় মিলবে এসব পণ্য।

প্যাকেজটিতে থাকবে আধা কেজি করে শশা, টমেটো, গাজর, বেগুন, এক কেজি করে আলু ও পেঁয়াজ, ৩০০ গ্রাম কাঁচামরিচ ও চারটি লেবু। এই প্যাকেজে বিক্রেতার লাভ থাকবে ১৫ টাকা।

আরও পড়ুন- চাঁদাবাজদের ধরিয়ে দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার (৭ মে) রাজধানীর কারওয়ান বাজারে রমজান উপলক্ষে পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে এই প্যাকেজ ঘোষণা করা হয়। বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী ১৫০ টাকা দিয়ে প্যাকেজ কিনে এর বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, এই পরিমাণ কাঁচাবাজার একটি পাঁচ সদস্যের পরিবার অনায়াসে দুইদিন চালিয়ে নিতে পারবেন। তিনি বলেন, ‘শুধু কারওয়ান বাজার নয়, সিটি করপোরেশনের ৪৩ টি মার্কেটেও এভাবে সবজি বিক্রি করা যেতে পারে। ৪৩ টি মার্কেটে কিভাবে এ ধরণের পণ্য বিক্রি করতে পারি তা নিয়ে আমি আলোচনা করবো। রমজান মাসজুড়ে আশা করি এই উদ্যোগ অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, কারওয়ান বাজার কাঁচাবাজারের সামনে এই প্যাকেজ বিক্রির জন্য একটি কর্নার করা হয়েছে। সেখান থেকেই ক্রেতারা এই প্যাকেজ সংগ্রহ করতে পারবেন।

কারওয়ান বাজারের বেশ কিছু ভবন শতভাগ ঝুঁকিপূর্ণ

রাজধানীর কারওয়ান বাজারের বেশ কিছু ভবন শতভাগ ঝুঁকিপূর্ণ বলে এসময় জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, এ প্রসঙ্গে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছ থেকে চিঠিও পেয়েছেন তারা।

বিজ্ঞাপন

মেয়র জানান, মানুষকে নিরাপদ রাখতে, জানমালের নিরাপত্তা বজায় রাখতে তারা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবেন। কিভাবে তাদের সুবিধা হয়, অন্য জায়গায় স্থানান্তর হতে সুবিধা হয় এসব বিষয় নিয়ে শিগগীরই তাদের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানান মেয়র।

আতিকুল ইসলাম বলেন, ‘বড়দিনের সময় বিশ্বের সব দেশে দাম কমানো হয়। আমি মনে করি আমাদেরও তা করার সময় এসেছে। আমাদের মুসলিম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি হল রমজান। আসুন আমরা সকলে মিলে এই প্রতিজ্ঞা করি যেন রমজান মাসে পণ্যের দাম না বাড়িয়ে কমিয়ে দেবো।’

আরও পড়ুন-

সৎ ব্যবসায়ীরা কোনো ভয় পাবেন না: র‌্যাব মহাপরিচালক

সারাবাংলা/ইএইচটি/এসএমএন

ইফতার কাঁচাবাজার কারওয়ান বাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর