গুলিস্তানে হকারদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
৭ মে ২০১৯ ১৩:১৫ | আপডেট: ৭ মে ২০১৯ ১৬:৩৩
ঢাকা:হলিডে মার্কেট নয়, ফুটপাতে বসার দাবিতে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকার সড়ক অবরোধ বিক্ষোভ করছে হকাররা। এতে বন্ধ হয়ে পড়েছে ওই এলাকায় যান চলাচল। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (৭ মে) বেলা সাড়ে এগারটার দিকে ফুটপাতে বসার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হকাররা। এর ফলে পল্টন -সদরঘাটগামী সব যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এসে কয়েকদফায় বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও তা পারেনি। পরে সমস্যা সমাধানে হকারদের একটি প্রতিনিধি দল নগরভবনে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের কার্যালয়ে যায় তার সঙ্গে দেখা করতে যায়।
বিক্ষোভকারীদের একজন আব্দুর রহিম সারাবাংলাকে বলেন, কিছুদিন আগে ট্রাফিক সপ্তাহের নামে আমাদেরকে ফুটপাত থেকে তুলে দেয় পুলিশ। তখন বলেছিল ট্রাফিক সপ্তাহ শেষ হলে আবার বসতে দিবে। কিন্তু কতদিন হয়ে গেলে আমরা এখনও বসতে পারি নি। এতে করে আয় রোজগার বন্ধ হয়ে রাস্তায় ভিক্ষা করতে নামার অবস্থা হয়েছে আমাদের। ছেলে মেয়েদের মুখে খাবার দিতে পারছি না। তাই আমরা আজকে আন্দোলনে নেমেছি।
আরও পড়ুন: রমজানে ঢাকায় যানজট ‘সহনীয়’ থাকবে
ফুটপাতে ব্যবসা করা নুরউদ্দিন বলেন, ফুটপাতে না বসতে দিয়ে হলিডে মার্কেট চালু করার কথা শুনেছি আমরা। কিন্তু এটাতো সপ্তাহে দুদিন। বাকি পাঁচদিন আমরা কি করে খাবো? আমাদেরও তো সংসার আছে। স্ত্রী সন্তান আছে। ফুটপাতে সারাদিন ব্যবসা করে দুচার পয়সা আয় করে খেয়ে না খেয়ে সংসারটা চালায়। এখন সেটাও করতে পারছি না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
এ বিষয়ে চানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল ট্রাফিক জোনের সহকারি কমিশনার (এসি) এসএম বজলুর রশিদ সারাবাংলাকে বলেন, ফুটপাত এবং সড়ক বেদখলের কারণে যাতে নাগরিক দুর্ভোগ না হয় সেজন্য ফুটপাত মুক্ত রাখি আমরা। এজন্য কিছু দিন আগে গুলিস্তান এলাকার ফুটপাতের সকল হকারকে সরিয়ে দিয়েছি। এখন তাদের যদি কোনো দাবি থাকে সেটি সিটি করপোরেশনের কাছে করতে পারে। কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েও তা করতে পারে না। তাই আমরা তাদেরকে বুঝানোর চেষ্টা করছি। যাতে দ্রুত সড়কটা স্বাভাবিক করতে পারি। এখন মেয়েরের সঙ্গে তারা কথা বলতে গেছে। হয়তো একটা সমাধান হবে।
সারাবাংলা/এসএইচ/জেডএফ