Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৈরাজ্য করলে জনগণই প্রতিরোধ করবে : কাদের


২৮ জানুয়ারি ২০১৮ ১৭:০৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে ঘিরে নৈরাজ্য করলে জনগণই প্রতিরোধ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের গোগনগরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর পাইলিং কাজের উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

খালেদা জিয়ার মামলার রায় প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, কী রায় হবে সেটা জানেন আদালত। কিন্তু কী রায় হবে সেটা না জেনেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতকে হুমকি দিচ্ছেন। বিএনপির নেতারা এটা করতে পারেন না। ইতোমধ্যে তারা আদালতকে অবমাননা করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৪- আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ ৫-আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় শ্রমিক ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ প্রমুখ।

সারাবাংলা/টিএম

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর