Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যারি-মেগানের ছেলে সন্তান, এখনো নাম রাখা হয়নি


৭ মে ২০১৯ ০৯:৩০ | আপডেট: ৭ মে ২০১৯ ১০:০৬

ব্রিটিশ রাজপরিবারে নতুন উত্তরাধিকারীর আগমন ঘটেছে। রাণী এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি ঘোষণা করেছেন, তার স্ত্রী, ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তবে হ্যারি-মেগান দম্পতির প্রথম সন্তানের এখনো কোনো নাম ঠিক করা হয়নি। রাজসিংহাসনের দাবিতে উত্তরাধিকারের ক্রমে তাদের সন্তান আছেন সাত নম্বরে। খবর বিবিসির।

প্রিন্স হ্যারি জানিয়েছেন, যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার (০৬ মে) ভোর ৫টা ২৬ মিনিটে তাদের ঘর আলোকিত করে আসে সন্তানটি। এই ঘটনায় তিনি সত্যিকার অর্থে রোমাঞ্চিত।

বিজ্ঞাপন

পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে হ্যারি বলেন, মা ও ছেলে সন্তান সুস্থ আছে। এখনো শিশুটির নামের কথা ভাবা হচ্ছে।

এদিকে বাকিংহাম প্যালেস জানিয়েছে, শিশুটির ওজন ৩.২ কেজি।

রাজপরিবারের কনিষ্ঠতম সদস্যের আগমনে বাকিংহাম প্যালেসে নোটিশ টাঙানো হয়েছে

বাবা হওয়ার অনুভূতির কথা জানাতে গিয়ে ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি বলেন, ‘এটা নিশ্চিয়ই আমার প্রথম অভিজ্ঞতা। এটা অসাধারণ অভিজ্ঞতা এবং অবশ্যই অবিশ্বাস্য। যেমনটি আমি বলে থাকি, আমি আমার স্ত্রীকে নিয়ে গর্বিত। মেয়েরা যেটুকু ত্যাগ স্বীকার করে তা ভাষায় প্রকাশ করার মতো না।

রাজপরিবারের নতুন সদস্যের আগমনে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। টুইটারে তিনি অভিনন্দন জানিয়েছেন হ্যারি ও মেগানকে।

সারাবাংলা/এনএইচ

প্রিন্স হ্যারি ব্রিটিশ রাজপরিবার মেগান মার্কেল সিংহাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর