Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে


৭ মে ২০১৯ ০৩:০৯

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদস্যরা। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

সোমবার ( ৬ মে) রাত ৮টা ৫০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘টঙ্গীর দত্তপাড়া কলাবাগান রোডে রিয়া গার্মেন্টসের পাশে ঝুটের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট। রাত ১১টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোন কিছু জানা যায় নি বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, দাউদ, খলিল, শফি ও কালামসহ কয়েকজনের ঝুটের গুদামে এই আগুন লাগে।

সারাবাংলা/এসবি

গাজীপুর ঝুটের গুদাম টঙ্গী ফায়ার সার্ভিস টঙ্গীর দত্তপাড়া ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর