Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মৃত্যু


৬ মে ২০১৯ ২২:৪৯

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গলায় লিচু আটকে এলিজা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মে) বিকেল ৫টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। এলিজা ওই গ্রামের ইলিয়াস শেখের মেয়ে।

ইলিয়াস শেখের প্রতিবেশী লিটন কসাই সারাবাংলাকে জানান, বিকেলে বাড়িতে লিচু খাচ্ছিলো এলিজা। হঠাৎ লিচু তার গলায় আটকে যায়। দ্রুত এলিজাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারুক হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। গলায় লিচু আটকে শ্বাস বন্ধ হয়ে মারা গেছে শিশুটি।

সারাবাংলা/এটি

লিচু শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর