Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেল করায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


৬ মে ২০১৯ ২০:৩৫

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পার্বতী রাণী (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় পার্বতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (৬ মে) দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রাম থেকে পার্বতীর মরদেহ উদ্ধার করে পুলিশ। কাশিয়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল পার্বতী।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে পার্বতী জানতে পারে পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারেনি। দুপুর ১২টার দিকে তার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পার্বতী।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মতিউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

সারাবাংলা/এটি

এসএসসি মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর