Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারা দেশে একই নিয়মে তারাবি পড়ানোর আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর


৬ মে ২০১৯ ২০:৪১ | আপডেট: ৬ মে ২০১৯ ২০:৪২

ঢাকা: সারা দেশের সব মসজিদে খতম তারাবি পড়ানোর সময় একই পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ। সোমবার (৬ এপ্রিল) মাগরিবের পরে জাতীয় মসজিদের বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখবেন। আগামী ১ জুন রাতে পবিত্র শবে কদর পালন করা হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এবার রমজানে সারাদেশে একই নিয়মে তারাবির নামাজ পড়ানোর অনুরোধ করছি। এটি না হলে নানা মতানৈক্য দেখা দেয়। সবাই যদি একই নিয়মে তারাবির নামাজ পড়ায় তাহলে প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে পড়ালে যথা সময়ে ৩০ পারা শেষ হবে। এভাবে যদি সবাই একই নিয়মে তারাবি নামাজ পড়ায় তাহলে যাদের এক স্থান থেকে অন্য স্থানে গিয়েও পরের পারা সঠিকভাবে পাওয়া যায়। এতে আর মিস হওয়ার সম্ভাবনা থাকে না। তাই একই পদ্ধতি অনুসরণ করে দেশের সব মসজিদে খতম তারাবির নামাজ আদায়ের আহ্বান করছি।’

চাঁদ দেখা গেছে, মঙ্গলবার রোজা

শেখ মুহাম্মদ আব্দুল্লাহ আরও বলেন, ‘দেশের ৫৪টি জেলা ও বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে আজ আকাশে চাঁদ উঠেছে। তাই আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু। এরই মাধ্যমে ঘোষণা করছি আগামী ১ জুন ২৬তম রমজানের দিবাগত রাতে পবিত্র শবে কদর পালন করা হবে।’

বৈঠকে জাতীয় চাঁদ দেখা কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএইচ/এমও

তারাবি ধর্ম প্রতিমন্ত্রী রমজান রোজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর