Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানে ইয়াবা পাচারকারী নারী গ্রেফতার


৬ মে ২০১৯ ২০:২৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। ওই নারী বিমানে ইয়াবা পাচার করে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৬ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর শাহ আমানত সেতু এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম ‍উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার নাঈমা তালুকদার (৩০) টাঙ্গাইল জেলার ভূঁঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ভাইচর পাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

ওসি নেজাম সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি নাঈমা নিয়মিত ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে আসা-যাওয়া করে। চট্টগ্রামে আসার পর সড়কপথে কক্সবাজারে গিয়ে ইয়াবা সংগ্রহ করে বিমানে আবারও ঢাকায় নিয়ে যায়। সেখানে ইয়াবাগুলো নাঈমা বিক্রি করে।’

সোমবার বিমানের টিকেট না পাওয়ায় কক্সবাজার থেকে সড়কপথে নাঈমা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/এমও

ইয়াবা ইয়াবা উদ্ধার ইয়াবা পাচার

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর