Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহিরাগত তাড়াতে ঢাবির মুহসীন হলে গণশুনানি


৬ মে ২০১৯ ১৯:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল থেকে বহিরাগত তাড়াতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) বিকেলে হল অভ্যন্তর মাঠে এই শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানির শুরুতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘গোপনে আমাদের কাছে বহিরাগতদের নাম দিয়ে যাবে। যারা বহিরাগতদের রাখবে তাদের রুম আমরা সিলগালা করে দেবো। যারা এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র না, তারা এখানকার সব সুযোগ-সুবিধা নিচ্ছে। আর বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্ররা জায়গা পাচ্ছে না।’

বিজ্ঞাপন

এছাড়া বহিরাগতদের সংখ্যায় মুহসীন হল প্রথমস্থান করবে স্বীকার করে তিনি বলেন, ‘যে বিশ্ববিদ্যালয় স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে সে বিশ্ববিদ্যালয়ে যদি ডিসিপ্লিন না থাকে, সেটা কেনোভাবে গ্রহণযোগ্য না।’

ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, ‘আমরা চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে যেন কোনো বহিরাগত না থাকতে পারে। বহিরাগত উচ্ছেদে মুহসীন হল উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগকে সফল করার জন্য নিয়মিত শিক্ষার্থীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।’

ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেন, ‘গণশুনানি বাধ্য হয়ে করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে বহিরাগত থাকতে পারবে না। এ ব্যাপারে ডাকসুর সকল সহযোগিতা থাকবে।’ এ ছাড়া আগামাীকাল মঙ্গলবার (৭ মে) থেকে মুহসিন হলে যেন কোনো বহিরাগত না থাকতে পারে সে ব্যাপারে প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

মুহসীন হল ছাত্র সংসদের ভিপি শহীদুল হক শিশির বলেন, ‘মুহসীন হলে কোনো বহিরাগত থাকতে পারবে না। মুহসীন হল ছাত্র সংসদ এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।’

বিজ্ঞাপন

বক্তব্য শেষে বহিরাগতদের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে মুহসীন হলের শিক্ষার্থীরা বিভিন্ন বহিরাগতদের পরিচয় ও তারা যেসব রুমে থাকে সেগুলোর বিস্তারিত তথ্য দেন।

সারাবাংলা/কেকে/এমআই

গণশুনানি জিএস ঢা‌বি ভিপি মুসহিস হল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর