Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর ও মাদরাসা বোর্ডে পাসের হার অস্বাভাবিক?


৬ মে ২০১৯ ১৬:২৮ | আপডেট: ৬ মে ২০১৯ ১৬:৪৭

ঢাকা: আট শিক্ষা বোর্ডসহ ১০ বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের গড় হার ৮২ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ৯১ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে রাজশাহী বোর্ডে। তবে প্রশ্ন উঠেছে যশোর ও মাদরাসা শিক্ষা বোর্ডের ফল নিয়ে। গত বছরের ফল বিবেচনায় দুই বোর্ডেই পাসের হার বেড়েছে অস্বাভাবিক পরিমাণে। যদি শিক্ষামন্ত্রী বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখতে আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্টরাও বলছেন, পরীক্ষা হলে গার্ড দেওয়া বা খাতা মূল্যায়ন পদ্ধতি বিষয়ে বিস্তারিত না জেনে নেতিবাচক মন্তব্য না করাই ভালো।

বিজ্ঞাপন

আরও পড়ুন- লন্ডনে থাকায় সুযোগ মিস করেছি, আমি দুঃখিত: প্রধানমন্ত্রী

সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়। প্রতিবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফল ঘোষণা করলেও এ বছর তিনি সরকারি সফরে দেশের বাইরে থাকায় ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ঘোষিত ফল অনুযায়ী, সার্বিকভাবেই এ বছর বেড়েছে পাসের হার। গত বছর এই হার ছিল ৭৭ দশমিক ৭৭ শতাংশ। সেই হিসাবে গত বছরের চেয়ে এ বছর পাসের হার বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ। তবে এ ক্ষেত্রে চমক দেখিয়েছে যশোর ও মাদরাসা বোর্ড।

আরও পড়ুন- এসএসসিতে পাস ৮২.২০%

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ২০১৮ সালে যশোর বোর্ডে পাসের হার ছিল ৭৬ দশমিক ৬৪ শতাংশ। এর আগের বছর ২০১৭ সালে এই হার ছিল ৮০ দশমিক ০৪ শতাংশ। তবে এ বছর পাসের হারের এই অঙ্কটি গত বছরের পাসের হার থেকে একলাফে ১৪ দশমিক ২৪ শতাংশ বেড়ে হয়েছে ৯০ দশমিক ৮৮ শতাংশ।

একই অবস্থা মাদরাসা শিক্ষা বোর্ডেও। গত বছর এই বোর্ডে ৭০ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। আর এবারে পাস করেছে ৮৩ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী। অর্থাৎ, গত বছরের চেয়ে মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার বেড়েছে ১২ দশমিক ১৪ শতাংশ।

আরও পড়ুন- ঢাকায় জিপিএ-৫ বেশি, পাসে এগিয়ে রাজশাহী

এদিকে, যশোর বোর্ডের চেয়েও বেশি এবং ১০ বোর্ডের মধ্যে সর্বোচ্চ ৯১ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করলেও রাজশাহী বোর্ডের ফল নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি। কারণ গত কয়েক বছর ধরেই এই বোর্ডে পাসের হার অন্যদের চেয়ে বেশি। এ বছরসহ গত পাঁচ বছরে কেবল ২০১৮ সালেই এসএসসিতে ৯০ শতাংশের কম শিক্ষার্থী পাস করেছিল এই বোর্ড থেকে, সে পরিমাণ ছিল ৮৬ দশমিক ০৭ শতাংশ।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে ফল ঘোষণার সময়ই যশোর ও মাদরাসা বোর্ডের ফল নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। গত বছরগুলোর ফল বিবেচনায় এ বছর এই দুই শিক্ষা বোর্ডের ফল অস্বাভাবিক ঠেকছে কি?— এমন প্রশ্নও তারা করেন শিক্ষামন্ত্রীকে। জবাবে ডা. দীপু মনি বলেন, ‘আমার কাছে তেমন মনে হচ্ছে না। কারণ কোনো একটি শিক্ষা বোর্ড ভালো ফল করতেই পারে। তাছাড়া এ বছর প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। সুতরাং এ বিষয়টিকে ভালো ফল হিসেবেই দেখা উচিত সবার।’

আরও পড়ুন- চট্টগ্রামে ৪ বিষয়ে ফল খারাপ, কমেছে জিপিএ-৫

একই প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও শিক্ষাবিদ রাশেদা কে. চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘খুব ভালোভাবে না জেনে এই ফলকে অস্বাভাবিক বলা যায় না। তবে এ দু’টি বোর্ডের পাসের হার যেভাবে বেড়ে গেছে, সেটা চোখে লাগে। এবার প্রশ্নপত্র ফাঁস হয়নি, সেটা আমরা জানি। কিন্তু পরীক্ষার হলে গার্ড কেমন হয়েছে, খাতা কিভাবে মূল্যায়ন করা হয়েছে— এগুলো অজানা। এসব বিষয় বিবেচনায় না নিয়ে বোর্ড দু’টির ফলকে ছোট করে দেখার কোনো কারণ দেখছি না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের চেয়ারম্যান সৈয়দা তাহমিনা আখতারও বিষয়টিকে অস্বাভাবিক হিসেবে না দেখতে বলেছেন। তবে একইসঙ্গে অন্যান্য বোর্ডগুলোকে শিক্ষার মান ও পাসের হার বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

এদিকে, এ বছর এসএসসিতে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। গত বছর সারাদেশে ১ লাখ ১০ হাজার ৬২৯ শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ শিক্ষার্থী।

আরও পড়ুন-

এবারও মেয়েরা এগিয়ে

গতবারের চেয়ে জিপিএ-৫ কমেছে

শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে

বিদেশের আট কেন্দ্রে এসএসসিতে পাস ৯১.৯৬ শতাংশ

এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে যেভাবে

সারাবাংলা/টিএস/টিআর

এসএসসি ২০১৯ এসএসসি পরীক্ষা ফল মাদরাসা মাদরাসা শিক্ষা বোর্ড যশোর যশোর শিক্ষা বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর