বিদেশের আট কেন্দ্রে এসএসসিতে পাস ৯১.৯৬ শতাংশ
৬ মে ২০১৯ ১৪:৩৯ | আপডেট: ৬ মে ২০১৯ ১৬:৪৬
ঢাকা: চলতি বছর এসএসসি পরীক্ষায় দেশের বাইরের আটটি কেন্দ্রে পাসের হার ৯১ দশমিক ৯৬ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ৪২৩ জন পরীক্ষার্থীর মধ্য থেকে পাস করেছে ৩৮৯ জন। অনুত্তীর্ণ হয়েছে ৩৪ জন।
সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানেই এই তথ্য জানানো হয়। এবার তিনটি বিদেশি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী ও ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র। এবার মোট পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন।
এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ, ঢাকায় পাসের হার ৭৯ দশমিক ৬২ শতাংশ, সিলেটে ৭০ দশমিক ৮৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ১১ শতাংশ। এছাড়া দিনাজপুর বোর্ডে ৮৪ দশমিক ১০ শতাংশ পাসের হার, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ৮৮ শতাংশ, , বরিশাল বোর্ডে ৭৭ দশমিক ৪১ শতাংশ।
আরও পড়ুন:
এবারও মেয়েরা এগিয়ে
গতবারের চেয়ে জিপিএ-৫ কমেছে
শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে
ঢাকায় জিপিএ-৫ বেশি, পাসে এগিয়ে রাজশাহী
এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে যেভাবে
সারাবাংলা/টিএস/এমও