ইরানকে হুঁশিয়ারি জানাতে পাঠানো হচ্ছে মার্কিন রণতরী
৬ মে ২০১৯ ১৩:৫৪ | আপডেট: ৬ মে ২০১৯ ১৩:৫৭
মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন’কে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। ইরানকে সাবধান করতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ। খবর বিবিসির।
জন বোল্টন এক বিবৃতিতে বলেন, ইরানকে পরিষ্কার বার্তা পাঠানো হচ্ছে যে, মার্কিন স্বার্থবিরোধী ও আমাদের মিত্রদের যেকোনো ক্ষতি হলে তার জবাব দেওয়া হবে।
বোল্টন আরও বলেন, ইরানের সঙ্গে আমরা যুদ্ধে জড়াতে চাইনা। কিন্তু জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। সেটা ইরানের রিভ্যুলশনারি গার্ডের সঙ্গে হউক বা দেশটির অন্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে হোক।
মার্কিন সামরিক বাহিনীর ওপর হামলার সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে উপসাগরীয় এলাকায় মার্কিন রণতরী মোতায়েনের ঘটনা এটাই প্রথম নয়।
সারাবাংলা/ এনএইচ