Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারও মেয়েরা এগিয়ে


৬ মে ২০১৯ ১২:০৯ | আপডেট: ৬ মে ২০১৯ ১৪:৫৬

ঢাকা: ২০১৯ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ১০ শিক্ষাবোর্ডের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি জিপিএ -৫ পেয়েছে। মেয়েদের পাসের হারও ছেলেদের চেয়ে ২.১৫ শতাংশ বেশি।

এবছর ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। অপরদিকে জিপিএ ৫ পাওয়া ছাত্র সংখ্যা ৫২ হাজার ১ শ ১০ জন। এছাড়াও ছেলেদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ । যেখানে মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ।

সবমিলিয়ে দশ শিক্ষাবোর্ডের মোট ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ পরীক্ষার্থী পাস করেছে। যা গতবারের তুলনায় ১ লাখ ১৩ হাজার ৩৫২ জন বেশি। এর আগে ২০১৮ সালেও ছাত্রদের (৭৬.৭১) তুলনায় ছাত্রীদের (৭৮.৮৫) পাসের হার ছিল ২.১৪ শতাংশ বেশি। ২০১৭ সালে ছেলেদের পাসের হার ছিল ৭৯.৯৩ শতাংশ এবং মেয়েদের ছিল ৮০.৭৮ শতাংশ। ২০১৬ সালে ছেলেদের পাসের হার ছিল ৮৮.২ শতাংশ এবং মেয়েদের ছিল ৮৮.৩৯ শতাংশ।

                                                   আরও পড়ুন: গতবারের চেয়ে জিপিএ-৫ কমেছে

এবার মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে ১০ লাখ ৬৮ হাজার ছাত্র এবং ১০ লাখ ৫৯ হাজার ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। যেখানে ৮ লাখ ৬৬ হাজার ছাত্র এবং ৮ লাখ ৮২ হাজার ছাত্রী পাস করেছে।

আরও পড়ুন: এসএসসিতে পাস ৮২.২০%

সারাবাংলা/টিএস/জেডএফ 

এসএসসি জিপিএ-৫ পাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর