Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি’র সূর্য সেন হলের নতুন প্রভোস্ট অধ্যাপক মকবুল হোসেন


৫ মে ২০১৯ ২১:৫১

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মকবুল হোসেন ভূঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক।

রোববার (৫ মে) প্রভোস্ট হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন।

অধ্যাপক মকবুল হোসেন ভূঁইয়া সূর্য সেন হলে প্রভোস্ট হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের জন্য আন্তরিকভাবে কাজ করবো। বিশ্ববিদ্যালয়ের সম্মান, মর্যাদা যেন অক্ষুন্ন থাকে আমি সেই লক্ষ্যে কাজ করে যাব।’

এর আগে, সূর্য সেন হলের প্রভোস্ট ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। রোববার প্রভোস্ট হিসেবে ছিল তার শেষ কর্মদিবস।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তিন বছরের জন্য প্রভোস্ট নিয়োগ করা হয়। একজন মোট দুই মেয়াদের জন্য প্রভোস্ট হিসেবে কাজ করতে পারেন।

সারাবাংলা/কেকে/এমও

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট মাস্টার দা সূর্য সেন সূর্য সেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর