বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় এনজিও কর্মকর্তার মৃত্যু
৫ মে ২০১৯ ১৬:২৭ | আপডেট: ৫ মে ২০১৯ ১৬:২৯
ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোজাম্মেল হক (৪৮) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি গ্রামীণ ব্যাংকের রূপগঞ্জ শাখার সিনিয়র অফিসার ছিলেন।
রোববার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) শরিফ হোসেন জানান, সকালে বিমানবন্দর থানার পদ্মা অয়েল পাম্প গেটের সামনে একটি বাস মোজাম্মেল হকের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উত্তরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের সহকর্মী আনিছুর রহমান জানান, মোজাম্মেল হক গ্রামীণ ব্যাংকের রূপগঞ্জ শাখার সিনিয়র অফিসার ছিলেন। তার বাড়ি ঢাকার ধামরাইয়ে। ব্যক্তিগত একটি কাজে তিনি উত্তরা যাচ্ছিলেন তিনি।
পুলিশ কর্মকর্তা শরীফ জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এমএইচ/এমও