সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামির মৃত্যু
৫ মে ২০১৯ ১০:৪০ | আপডেট: ৫ মে ২০১৯ ১০:৪১
সাতক্ষীরা: সাতক্ষীরার কালীগঞ্জে সন্ত্রাসীদের দুগ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) সকালে উপজেলার সুলতানের মোড় থেকে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, রামদা ও বোমা উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, ভোরে তিনি খবর পান যে উপজেলার সুলতানের মোড়ে একটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি নোভা সরদারের (৫৫) বলে শনাক্ত করেন। তার বাবার নাম ঠান্ডাই সরদার। কালিগঞ্জের নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামে তার বাড়ি।
ওসি আরও জানান, থানার রেকর্ডপত্র ঘেঁটে জানা যায় নোভা সরদার একজন ভাড়াটে খুনি। তার বিরুদ্ধে জোড়া খুনের পাশাপাশি চারটি হত্যাসহ ১৬টি মামলা রয়েছে। পুলিশ তাকে অনেকদিন ধরে খুঁজছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্ত্রাসীদের দু’পক্ষে বন্দুকযুদ্ধে মারা গেছে নোভা।
সারাবাংলা/এমএইচ