Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ফণীর প্রভাবে ফসলের সর্বনাশ


৫ মে ২০১৯ ০৯:৫৫ | আপডেট: ৫ মে ২০১৯ ১০:০৩

জয়পুরহাট: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে জয়পুরহাট জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে। প্রবল বাতাসে মাটির সঙ্গে লেপটে গেছে উঠতি ফসল। অতিবৃষ্টিতে তলিয়ে গেছে আধাপাকা বোরো ফসল। বৃষ্টির পানিতে আলু, পেঁয়াজ, আম, লিচু, বাদাম, ভুট্টাসহঅন্যান্য মৌসুমি ফসল নষ্ট হয়েছে।

শুক্রবার (৩ মে) রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হয়। ফণীর প্রভাবে মাঠ ভর্তি বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। অপরদিকে জেলার নিম্নঞ্চলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বেড়েছে জনদুর্ভোগ।

বিজ্ঞাপন

আরও পড়ুনজয়পুরহাটে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ২০

আক্কেলপুর উপজেলার মাতাপুর গ্রামের কৃষক আশরাফুল ইসলাম, কালাই উপজেলার বিয়ালা গ্রামের কৃষক আব্দুল করিমসহ জেলার অনেক কৃষক জানান, উঁচু-নিচু সব জমিতেই পানি জমেছে। অনেকের ক্ষেতের ধান এখনো কাঁচা-পাকা, ধান কাটতে আরো সপ্তাহখানেক সময় লাগবে। এ সময় ঝড়বৃষ্টিতে ক্ষেতের ধান গাছ গোড়া থেকে ভেঙে পড়েছে। এছাড়া পাট, শাক-সবজি ক্ষেতেরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুধেন্দ্রনাথ রায় বলেন, ‘জেলায় এবার ৭২ হাজার ১৪০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধান চাষ হয়েছে। এছাড়া আরো প্রায় চার হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে পাট, শাক-সবজি অন্যান্য ফসল। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনসহ কৃষকদের সহায়তা দানের জন্য কৃষি বিভাগ কাজ করছে।’

সারাবাংলা/এমএইচ

জয়পুরহাট ফসলের ক্ষতি বোরা ধান

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর