জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের: এরশাদ
৪ মে ২০১৯ ২৩:২৮ | আপডেট: ৫ মে ২০১৯ ০১:১২
ঢাকা: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
শনিবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে বারিধারা’র দূতাবাস রোডে তার বাসভবন ‘প্রেসিডেন্ট পার্ক’-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাপার চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এই ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমার অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব আমার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের পালন করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি ও নির্দেশ প্রদান করছি।’
হুসেইন মুহাম্মদ এরশাদ আরও বলেন, ‘বর্তমানে শারীরিকভাবে অসুস্থতার কারণে চেয়ারম্যানের নিয়মিত কার্যাবলী পালনে বিঘ্ন ঘটছে। সে কারণে আমি এ দায়িত্বসমূহ পালনের জন্য এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করলাম।’
সংবাদ সম্মেলনে এরশাদ বেশ সময়ে নিয়ে এই ঘোষণাটি পাঠ করেন। এক্ষেত্রে তার ভাই জিএম কাদের এরশাদকে সহযোগিতা করেছেন। লিখিত এই বক্তব্যের বাইরে এরশাদ কিছুই বলেনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গোলাম মোহাম্মদ কাদের (জিএম) সাংবাদিকদের বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি (এরশাদ) রুটিন কাজ করতে বলেছেন আমাকে। চেয়ারম্যান হিসেবে উনিই আছেন।’
এরশাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে জিএম কাদের বলেন, ‘সে কথা ডাক্তার বলতে পারবেন।’
যেহেতু জাতীয় পার্টিতে দ্বিমত রয়েছে তাই চাপ দিয়ে দলে এ ধরনের পরিবর্তন হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ‘এটা আপনারা বলতে পারবেন। উনি তো হুইল চেয়ারে করে সবার সামনে এসেছেন। কথা বলেছেন।’
এরশাদ পদত্যাগ না করলেও জিএম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় দলে দু’জনের ভূমিকা কেমন হবে এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ‘এ বিষয়ে তিনিই ভালো বলতে পারবেন।’
এছাড়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কোনো বার্তা আছে কি না জানতে চাইলে জিএম কাদের জানান, ‘নতুন কোনো বার্তা নেই।’
সারাবাংলা/ জেআইএল/এনএইচ