Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাড়ি, ব্লাউজ, লুঙ্গি, গামছা ও পাঞ্জাবিকে জাতীয় পোশাক করার দাবি


৪ মে ২০১৯ ১৬:০৩ | আপডেট: ৪ মে ২০১৯ ১৭:৩৯

ঢাবি: শাড়ি, ব্লাউজ, লুঙ্গি, গামছা ও পাঞ্জাবি— এই পাঁচটিকে বাঙালির জাতীয় পোশাক করার দাবি জানানো হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী এই দাবি জানান।

বিল্লাল হোসেন মৃধা নামের ওই ব্যক্তি ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের চতুর্থ শ্রেণির কর্মচারী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা কোমলমতি ছোট্ট শিশুদের বর্ণমালা শিক্ষা দেওয়ার সময় জাতীয় ফুল, ফল, মাছ, পশু-পাখিসহ আরও অনেক কিছু শিখিয়ে থাকি। কিন্তু দুঃখের বিষয় সেখানে জাতীয় পোশাকের কথা উল্লেখ থাকে না। বাংলাদেশের স্বাধীনতার ৪৮ বছর পার হলেও ঐতিহ্যগত বস্ত্রের কথা কারও মনে হয়নি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সার্কভুক্ত দেশ নেপাল, ভুটানসহ সব রাষ্ট্র তাদের নির্দিষ্ট ঐতিহ্যগত পোশাক পরিধান করে বিভিন্ন দেশ ভ্রমণ করে। আমরাও জাতীয় পোশাক পরিধান করে বিশ্ব ভ্রমণ করতে চাই।’

মুক্তিযুদ্ধে নর-নারী মুক্তিযোদ্ধারা লুঙ্গি, গামছা, শাড়ি, ব্লাউজ পরেই অংশ নিয়েছিলেন জানিয়ে বিল্লাল হোসেন মৃধা বলেন, ‘এসব পোশাক বাঙালির পূর্ব পুরুষের ঐতিহ্য। কিন্তু জাতীয় স্বীকৃতি না থাকায় ছেলে-মেয়েরা বিদেশি সংস্কৃতি ও পোশাকের প্রতি অতিমাত্রায় ঝুঁকছে।’ এসময় তিনি পাঁচটি পোশাককে জাতীয়করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।

সারাবাংলা/কেকে/এমও

গামছা জাতীয় পোশাক পাঞ্জাবি ব্লাউজ লুঙ্গি শাড়ি

বিজ্ঞাপন

বিবেকের খাঁচায় বন্দি সবাই
১২ এপ্রিল ২০২৫ ১৫:১৭

আরো

সম্পর্কিত খবর