লক্ষ্মীপুরে ঘরচাপায় নারীর মৃত্যু
৪ মে ২০১৯ ১৩:৫৮ | আপডেট: ৪ মে ২০১৯ ১৪:১৭
লক্ষ্মীপুর: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ঘরচাপা পড়ে আনোয়ারা বেগম (৭০) নামে নারী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আও ১০ জন। আহতদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামগতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রফিকুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে রামগতি উপজেলার চর গজারিয়া, তেলির চর, বয়ারচর, চর আবদুল্লাহ এলাকাসহ রায়পুর ও কমলনগর উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি হিসাব অনুযায়ী ২৭৫টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৫৫টি। অপরদিকে মেঘনায় অস্বাভাবিক জোয়ার ও প্রবল ঢেউয়ে নিমাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদীপাড়ের কয়েক লাখ মানুষ।
জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে গতকাল রাত ১২টা পর থেকে ভোর পর্যন্ত ২৭৫টি কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ৭৬টি আশ্রয় কেন্দ্রসহ ২শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে প্রায় ১৫ হাজার মানুষ। এসব মানুষদের শুকনো খাবার ও বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হচ্ছে।
সারাবাংলা/এমএইচ