ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে বন্যার আশঙ্কা
৪ মে ২০১৯ ০৬:৫৮ | আপডেট: ৪ মে ২০১৯ ০৬:৫৯
ঘূর্ণিঝড় ফণীর’র প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার (৪ মে) সংস্থাটির ওয়েব পেজে দেওয়া এক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড় ফণী’র কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতি-ভারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ওই অঞ্চলের প্রধান নদ-নদী, বিশেষত ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা, কুশিয়ারা, কংস, যদুকাটা ও তিস্তার পানি দ্রুত বাড়তে পারে।
তাই, নদ-নদীর পানি কোথাও কোথাও বিপদসীমার উপরে প্রবাহিত হয়ে আকস্মিক বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে বলে বুলেটিনে জানানো হয়েছে।
এদিকে, শনিবার ভোরে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী এদিন সকাল নাগাদ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতের উপকূলীয় উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে। এটি স্থলভাগের উপর দিয়ে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার সকাল নাগাদ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা, যশোর, খুলনায় পৌঁছাতে পারে।
সারাবাংলা/এইচএ/এনএইচ
আরও পড়ুন- ঘূর্ণিঝড় ফণী: আবহাওয়া দফতরের সবশেষ আপডেট