পশ্চিমবঙ্গে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ‘ফণী’
৪ মে ২০১৯ ০৪:০৩ | আপডেট: ৪ মে ২০১৯ ০৪:১৬
উড়িষ্যা লণ্ডভণ্ড করে প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ প্রবেশ করেছে ভারতের পশ্চিমবঙ্গে। স্থানীয় সময় শনিবার (৪ মে) রাত দুইটায় খড়গপুর হয়ে হুগলি জেলায় প্রবেশ করে ফণী। এসময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১০০ কিলোমিটার। ঘূর্ণিঝড় ফণী এখন কলকাতা শহর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে রয়েছে বলে জানিয়েছে আলিপুরের আবহাওয়া অধিদফতর।
ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা ২৪ এবং আউটলুক ইন্ডিয়া জানায়, ফণীর কারণে পশ্চিমবঙ্গে এখন ভারি বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইলেও ভয়াবহ কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে না। এছাড়া, বাংলাদেশে প্রবেশ করার সময় ঘূর্ণিঝড় ফণীর শক্তি আরও হ্রাস পাবে।
এর আগে, এর আগে স্থানীয় সময় শুক্রবার (৩ মে) সকাল সাড়ে আটটার দিকে ঘণ্টায় ১৪২ কিলোমিটার গতিবেগ নিয়ে উড়িষ্যার পুরি শহরে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী। এসময় কখনো কখনো ঝড়ের গতিবেগ ঘণ্টায় ২০০ থেকে ২৪৫ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে।
ফণী’র আঘাতে উড়িষ্যায় অন্তত ৮ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে পুরিতে ৩ জন এবং ভুবনেশ্বরে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। বাকি দু’জনের মৃত্যু হয় নয়াগাঁ ও কেন্দ্রাপাড়াতে।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন:
উপকূলে ফণীর প্রভাব: ঝড়-বৃষ্টি শুরু
সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
গতি কমেছে, মধ্যরাতে খুলনা-সাতক্ষীরায় আঘাত হানতে পারে ফণী
ফণীর ছোবলে ঝুঁকিতে বাংলাদেশ, বইছে ঝড়ো হাওয়া, জলোচ্ছ্বাসের শঙ্কা