Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরি উদ্ধার সহায়তায় প্রস্তুত নৌবাহিনীর ৩২টি জাহাজ


৪ মে ২০১৯ ০২:৫৩

প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী। ঘূর্ণিঝড় পরবর্তী জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তাসহ যেকোনো প্রয়োজনে সহায়তা দিবে নৌবাহিনীর ৩২টি জাহাজ। শুক্রবার (৩ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) একথা জানায়।

আইএসপিআর আরও জানায়, ইতোমধ্যে চট্টগ্রাম, খুলনা ও মোংলা নৌ-অঞ্চলে নৌবাহিনীর ৩২টি জাহাজ সমুদ্র উপকূলীয় এলাকায় দ্রুততম সময়ে জরুরি ত্রাণ সামগ্রী এবং চিকিৎসা সহায়তা প্রদানের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে। পাশাপাশি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুরসহ উপকূলীয় দুর্গত এলাকাগুলোতে মোতায়েনের জন্য নৌ-কন্টিনজেন্ট প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য নৌবাহিনী জাহাজ ‘মেঘনা’ বরিশালে, বানৌজা ‘তিস্তা’ ঝালকাঠিতে, এলসিটি-১০৪ বরগুনায় এবং এলসিভিপি-০১১ পটুয়াখালীতে নিয়োজিত থাকবে।

জাহাজসমূহ জরুরি খাদ্য সামগ্রী হিসেবে দুই হাজার পরিবারের তিন দিনের শুকনা খাবার বহন করছে। প্রতিটি পরিবারের জন্য শুকনা খাবার হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি লবণ, ২ কেজি চিড়া, ২ কেজি মুড়ি, ১ কেজি গুড়, প্যাকেট বিস্কুট, মোমবাতি, পলিথিন ব্যাগ, ম্যাচ বক্স, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও জীবন রক্ষাকারী ঔষধ রয়েছে।

এছাড়া দুর্গত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তার জন্য বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা, জীবন রক্ষাকারী ঔষধ ও খাবার স্যালাইন বিতরণের কাজে নিয়োজিত থাকবে। নৌ কন্টিনজেন্টসমূহ অনুরূপ ত্রাণসামগ্রী নিয়ে সড়কপথে দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণসামগ্রী বিতরণে প্রস্তুত থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/এনএইচ

ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশ নৌবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর