বরগুনায় ঝড়ো বাতাসে গাছ পড়ে আহত ১
৩ মে ২০১৯ ১৯:০১ | আপডেট: ৩ মে ২০১৯ ১৯:০৫
বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় গাছচাপা পড়ে আবু হানিফ (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ মে) দুপুরে উপজেলার মুন্সীরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঝড়ো বাতাসে হঠাৎ একটি গাছ ভেঙে পড়ে। গাছচাপায় আবু হানিফ গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সকাল থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও বয়ে যাচ্ছে দমকা হাওয়া। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সংবাদও পাওয়া যাচ্ছে, আসছে হতাহতের খবর।
সারাবাংলা/এটি