Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যরাতে বাংলাদেশে আঘাত হানবে ফণী


৩ মে ২০১৯ ১১:০৮ | আপডেট: ৩ মে ২০১৯ ১৪:৩৪

ঢাকা: ঘূর্ণিঝড় ফণী ভারত অতিক্রম করে মধ্যরাতে খুলনা বিভাগের যশোর-কুষ্টিয়া এলাকায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা অতিক্রম করার পর ঝড়টি কিছুটা হালকা হয়ে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে বাংলাদেশে প্রবেশ করবে।

শুক্রবার (৩ মে) আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, ঘূর্ণিঝড়ের এখন যে গতিবেগ, তাতে বোঝা যাচ্ছে মধ্যরাতে বাংলাদেশ অতিক্রম করবে। ঝড়টি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে বের হয়ে যাবে।

বিজ্ঞাপন

এছাড়া দেশের প্রথম বেসরকারি আবহাওয়া সার্ভিস এমএআরএস ওয়েদারও এ তথ্য প্রকাশ করেছে। এমএআরএস ওয়েদার জানিয়েছে, শনিবার (৪ মে) দুপুরে ঝড়টি বাংলাদেশের কুষ্টিয়া-যশোরে আঘাত হানতে পারে।

এ ছাড়া এ মুহূর্তে ফণী খুবই শক্তিশালী সাইক্লোন রূপে ২১০ কিলোমিটার/ঘণ্টা বেগে ভারতের ওড়িষ্যার উপকূলীয় এলাকার খুব কাছাকাছি আঘাত হেনেছে।

শুক্রবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়ে ৫ তারিখ সকাল পর্যন্ত চলতে থাকবে থাকতে পারে মাঝে মাঝে বিরতি দিয়ে।

ফণীর আঘাতে সবচেয়ে বেশি আক্রন্ত হতে পারে এমন এলাকা গুলো হল- যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইল, ফরিদপুর, মেহেরপুর, সাতক্ষীরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, খুলনা, গোপালগঞ্জ, ঢাকা, কিশোরগঞ্জ ও তার আশেপাশের এলাকা।

সারাবাংলা/এসএ/এমআই

উপকূল কুষ্টিয়া ঘূর্ণিঝড় ফণী ঝিনাইদহ যশোর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর