Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফণী মোকাবিলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ শেখ হাসিনার


৩ মে ২০১৯ ০০:১৯ | আপডেট: ৩ মে ২০১৯ ০২:০৪

ঢাকা: ঘুর্ণিঝড় ফণী আঘাত করার পর আক্রান্ত এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় ঝাপিয়ে পড়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির এক জরুরি বৈঠকে সাংবাদিকদের সামনে এ কথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পরশু দিন লন্ডনের উদ্দেশে যাওয়ার আগে আমাদের দলকে যাবতীয় নির্দেশনা দিয়ে গেছেন। এছাড়াও তিনি দুর্যোগ মোকাবেলায় সরকারি সকল সংস্থাকেও নির্দেশনা দিয়ে গেছেন। তিনি আমাদেরকে ঘুর্ণিঝড় ফণী আঘাত করার পর আক্রান্ত এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় ঝাপিয়ে পড়ার নির্দেশনা দিয়েছেন।’

‘নেত্রী লন্ডন থেকেও সার্বিক বিষয়ে সব সময় খোঁজ খবর রাখছেন। তিনি সারাদেশের দলীয় নেতাকর্মীদের যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হবে, ঘুর্ণিঝড় আঘাত করবে সে সমস্ত এলাকার মানুষের সহযোগিতায় ঝাপিয়ে পড়ার নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় মানুষের বিপদে পাশে দাঁড়ান। এটা আমাদের দলীয় নীতি। এবারও এর ব্যতয় হবে না।’

‘ইতোমধ্যে উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকাগুলোর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে টেলিফোনে যোগাযোগ করেছে ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটিরর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের নেতারা আমাদের ইতোমধ্যে জানিয়েছেন তারা দুর্যোগ পরবর্তী যেকোন অবস্থা মোকাবেলায় সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন।’

ঘূর্ণিঝড় ‘ফণী’র বিষয়ে সার্বিক মনিটরিং রাখতে আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক উপকমিটির সকল সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। দলীয় সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ের বর্ধিত ভবনে দপ্তর সেলে ত্রান ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্যরা এরই মধ্যে কাজ শুরু করেছেন। শুক্রবার সকাল থেকে ফণীর বিষয়ে সব খবর পাওয়া যাবে উপ-কমিটির সদস্যদের কাছে। তৃণমূলের নেতা কর্মিসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে এ বিষয়ে খোঁজ নিচ্ছেন উপ-কমিটির সদস্যরা। পুরো বিষয়টি মনিটরিং করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

বিজ্ঞাপন

জরুরী বৈঠকে আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেনসহ উপ কমিটির সদস্যরা।

সারাবাংলা/এনআর/টিএস

আওয়ামী লীগ ঘূর্ণিঝড় ফণী নানক শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর