Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যম বিরোধী নয়: হাছান মাহমুদ


২ মে ২০১৯ ১৮:৪৭ | আপডেট: ২ মে ২০১৯ ১৮:৪৮

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইন কোনো অবস্থাতেই গণমাধ্যম বা সংবাদকর্মী বিরোধী কোনো আইন নয় েউল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটি নতুন বাস্তবতা। দশ বছর আগেও বাংলাদেশে এই আইনের কোনো প্রয়োজন ছিল না।’

বৃহস্পতিবার (২ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত বিশ্ব মুক্তগণমাধ্যম দিবসের আলোচনা ‘গণমাধ্যম চিত্র: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

হাছান মাহমুদ বলেন, ‘দেশে ডিজিটাল মাধ্যমের ব্যাপ্তি দিনদিন বেড়ে চলছে, সেক্ষেত্রে জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই আইনটিকে কার্যকর করা হয়েছে। বিশ্বব্যাপী ডিজিটাল নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে গুরুত্বসহকারে ডিজিটাল নিরাপত্তা আইনটি প্রয়োগ করা হয়ে থাকে। বাংলাদেশেও এই আইনটি সময়ের প্রয়োজনে জনগণের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই বাস্তবায়ন করা হয়েছে।’

গণমাধ্যমকর্মীদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সংশয়ে থাকার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘হয়রানি কিংবা গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য এই আইন প্রয়োগ করা হবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দীক বলেন, ‘গণমাধ্যমকর্মীরা সত্যের সৈনিক। সত্য প্রকাশের ক্ষেত্রে অনেকসময় তাদের বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হতে হয়। কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রায়শই বিভিন্ন অপতথ্য পরিবেশন করা হয়ে, যা সাংবাদিকদের মৌলিক লক্ষ্যকে নষ্ট করে দেয়। এসব দিক বিবেচনা করে সচেতন থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি মেধাবী, তরুণ ও যোগ্য সাংবাদিকতাকে উৎসাহিত করতে হবে। বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য উপস্থাপন ও অবকাঠামোগত সমস্যা সমাধান করতে সাংবাদিক পরিচালনা কমিটিও করা যেতে পারে।’

বিজ্ঞাপন

গণমাধ্যমের স্বাধীন মত প্রকাশের অবস্থা ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে উল্লেখ করে জিটিভি ও সারাবাংলার এডিটর-ইন-চিফ সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম এক নতুন প্রেক্ষাপটের সামনে উপস্থিত। স্বাধীন সংবাদ পরিবেশন এবং স্বাধীন সাংবাদিকতা কঠিন হয়ে যাচ্ছে। একদিকে জঙ্গি, দুষ্কৃতিকারী, পেশিশক্তির দাপট, অন্যদিকে বিভিন্ন আইনের খড়গ সাংবাদিকদের জন্য যন্ত্রণাদায়ক।’

এছাড়া দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংবাদিক ওমর ফারুক ও রিয়াজউদ্দিন আহমেদসহ অনেকে।

সারাবাংলা/ওএম/এমআই

গণমাধ্যম ডিজিটার নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইন হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর