Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ


২ মে ২০১৯ ১৩:১৬

চাঁদপুর: প্রবল ঘূর্ণিঝড় ফণি’র প্রভাবে চাঁদপুরের নৌপথে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার পর নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়।

চাঁদপুরের নৌ বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘নৌযান চলাচল বন্ধের নির্দেশণা কিছুক্ষণ আগে আমরা দিয়েছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় রয়েছে।’

বিজ্ঞাপন

মোংলা-পায়রায় ৭, চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত

তবে চাঁদপুরে আকাশে মেঘের আনাগোনা থাকলেও দুপুর পর্যন্ত রোদ্রোজ্জল আবহাওয়া দেখা গেছে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ফণি মোকাবিলার লক্ষে এরইমধ্যে জরুরি সভা করেছে প্রশাসন। ফণি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএমএন

ঘূর্ণিঝড় ফণী চাঁদপুর নৌযান চলাচল বন্ধ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর