Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিন জন গুলিবিদ্ধ


২ মে ২০১৯ ০২:১৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাত ৯টায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ৮জন আহত হয়েছে।

গুলিবিদ্ধ মাসুদ চৌধুরী (৩৫), হৃদয় (১৮) ও আরাফাত (১৭) সহ ৫ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাসুদ চৌধুরীর অবস্থা আশংকাজনক। এছাড়া বাকী ৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসারত গুলিবিদ্ধ হৃদয় জানান, যুবলীগ নেতা মাসুদ চৌধুরী জিরতলী বাজারের ইজারা নিয়েছে। কিন্তু চেয়ারম্যান এ ইজারা মেনে নিতে পারেননি। আজ রাতে মাসুদ চৌধুরীর লোকজন বাজারে ইজারার টাকা তুলতে গেলে, চেয়ারম্যানের সমর্থকরা বাধা দেওয়ার এক পর্যায়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

এ সময় ৩ জন গুলিবিদ্ধসহ ৮জন আহত হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম মোল্লা জানান, জিরতলী বাজারে সংঘর্ষের ঘটনার কথা শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/বিএস/টিএস

আওয়ামী লীগ আহত গুলিবিদ্ধ নোয়াখালী সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর