ব্যবসায়ীর স্ত্রী খুন, আদালতে যুবকের স্বীকারোক্তি
১ মে ২০১৯ ২০:৩০ | আপডেট: ১ মে ২০১৯ ২০:৩১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর কোরবানিগঞ্জে ব্যবসায়ীর স্ত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতার যুবক মো. সোহেল। বুধবার (১ মে) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম খাইরুল আমিনের আদালতে জবানবন্দি গ্রহণের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো.কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, আদালতে জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছে সোহেল। সে টাকার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জবানবন্দিতে জানিয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে নগরীর কোতোয়ালী থানার কোরবানিগঞ্জে আমিন ভবনের চতুর্থ তলায় নিজ বাসায় খুন হন রোকসানা বেগম (৪৫)। তিনি নগরীর খাতুনগঞ্জের গম আমদানিকারক প্রতিষ্ঠান এম এ কাশেম ট্রেডিংয়ের মালিক আবুল কাশেমের স্ত্রী।
রোকসানাকে খুনের পর বাসার ভেতরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এছাড়া পালিয়ে যাবার সময় তার ছেলে আব্দুল আজিজ (২১) এবং প্রতিবেশী আব্দুস সোবহানকেও (৬২) ছুরিকাঘাত করা হয়। আহত দু’জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার রাতেই চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে সোহেলকে গ্রেফতার করে পুলিশ।
সোহেলের (৩৫) বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। নগরীর মিয়া খাননগরে বেলা থান মসজিদের পাশে নুরুল হক হাজীর কলোনিতে তার বাসা।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে জানান, রোকসানার স্বামী সোহেলের দূরসম্পর্কের মামা। সোহেল খাতুনগঞ্জে ছোটখাট ব্যবসা করতো। সেই ব্যবসায় লোকসানের পর তার পাঁচ মাসের বাসা ভাড়া ২৮ হাজার টাকা বকেয়া পড়ে যায়। টাকার জন্য মূলত সে রোকসানার বাসায় গিয়েছিল। টাকা না দিলে অস্ত্রের ভয় দেখিয়ে আদায়ের পরিকল্পনা নিয়েছিল। টাকা না পেয়েই সে রোকসানাকে খুন করে।
সারাবাংলা/আরডি/এমএইচ