৬ জনের শপথে ৩ পথ! বিএনপিতে নানা প্রশ্ন
১ মে ২০১৯ ১৬:৫৭ | আপডেট: ১ মে ২০১৯ ১৭:২৬
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী ছয় প্রার্থীর শপথ গ্রহণ তিনটি ‘বিপরিতমুখী পথ’ অবলম্বনের মধ্যে শেষ হয়েছে। ছয় জনের মধ্যে একজন দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নিয়েছেন। চার জন শপথ নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতি নিয়ে। আরেকজন শপথ না নেওয়ায় তার আসন হারিয়েছেন।
সংবিধান অনুযায়ী শপথ গ্রহণের জন্য নির্দিষ্ট সময়সীমা ৯০ দিন পার হওয়ার চার দিন আগে গত ২৫ এপ্রিল শপথ গ্রহণ করেন মো. জাহিদুর রহমান। দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেওয়ায় ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্যকে ২৭ এপ্রিল বহিষ্কার করে বিএনপি।
এরপর শপথের নির্দিষ্ট সময় শেষ হওয়ার ৬ ঘণ্টা আগে ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে সংসদে গিয়ে শপথ নেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হারুনুর রশীদ, বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত মো. মোশারফ হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। শপথ গ্রহণের পর তারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তারা শপথ নিয়েছেন।
২৯ এপ্রিল শপথ নেন বিএনপির চার প্রার্থী (ছবি: সংসদ সচিবালয়)
দলের পাঁচ জন শপথ বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ নেননি। সময় চেয়ে স্পিকারকে চিঠিও দেননি। শপথ গ্রহণের জন্য নির্দিষ্ট সময় সীমা শেষ হওয়ায় মঙ্গলবার রাতে জাতীয় সংসদের অধিবেশন চলাকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন শূন্য ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দল থেকে নির্বাচিত মাত্র ছয় জন সংসদ সদস্যের শপথ গ্রহণ নিয়ে তিন ধরনের পথ অবলম্বন করায় খোদ বিএনপিতে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিষয়টিকে কেউ কেউ দলের সাংগঠনিক দুর্বলতা হিসেবে দেখছেন। কেউ বলছেন, এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, দলের চেইন অব কমান্ড নড়বড়ে হয়ে পড়েছে। কেউ বলছেন, দলের চেয়ে ব্যক্তিস্বার্থ ও ব্যক্তির কর্তৃত্ব যে বড় হয়ে উঠেছে, সেটিই প্রমাণ হয়েছে এ ঘটনার মধ্য দিয়ে।
আরও পড়ুন- শপথ নিতে উদগ্রীব ৫ জন, ফখরুলের ‘কৌশলী’ না
রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নানা দিক দিয়ে চরম সংকটে থাকা বিএনপি শপথ গ্রহণ ইস্যুতে ব্যাপারে সময়মতো একটি পরিপূর্ণ সিদ্ধান্ত নিতে না পারায় তাদের নেতৃত্বশূন্যতার বিষয়টি চরমভাবে ফুটে উঠেছে। যদি নেতৃত্বের সংকট না থাকত, তাহলে দলীয় সিদ্ধান্ত অমান্য করে একজন সংসদ সদস্য শপথ নিতে পারতেন না। আবার সমন্বয় থাকলে নির্দিষ্ট সময় শেষ হওয়ার মাত্র ছয় ঘণ্টা আগে শপথ গ্রহণের জন্য চার জনকে দৌড়াতে হতো না।
এদিকে, শপথের বিষয়ে ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একক সিদ্ধান্ত গ্রহণ এবং সেটি সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। বিএনপির মহাসচিবের ভাষ্যমতে, আগের রাতে সিদ্ধান্ত গ্রহণের সর্বময় ক্ষমতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অর্পণ করা হয়। পরদিন সেই সিদ্ধান্ত দলের নীতিনির্ধারক অথবা মহাসচিবকে না জানিয়ে নির্বাচিত চার প্রতিনিধিকে কেন জানালেন তারেক রহমান?
২৫ এপ্রিল শপথ নেন বিএনপি প্রার্থী জাহিদুর রহমান (ছবি: সংসদ সচিবালয়)
অনেকেই আবার প্রশ্ন তুলছেন, সিদ্ধান্ত যদি দলীয়ভাবেই হয়, তাহলে সেটি কেবল চার জনের বেলায় প্রযোজ্য হবে কেন? একজনকে বাইরে রেখে চার জনকে শপথ গ্রহণের অনুমতি দেওয়ার মধ্যে বিশেষত্বটা কী? আবার আগে-ভাগে শপথ নিয়ে ফেলায় এত দ্রুততার সঙ্গে মো. জাহিদুর রহমানকে বহিষ্কার করার-ই বা কী প্রয়োজন ছিল?
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সারাবাংলাকে বলেন, ‘শপথের বিষয়ে দলীয় বক্তব্য মহাসচিব দিয়ে ফেলেছেন। এ ব্যাপারে আলাদা কিছু বলার নেই। উনি যা বলেছেন, সেটাই দলের বক্তব্য। এখানে ব্যক্তিগতভাবে মন্তব্য করার কিছু নেই।’
আরও পড়ুন- ‘গ্রিন সিগন্যাল’ পেলে আগামী অধিবেশনে যোগ দেবে বিএনপি
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান সারাবাংলাকে বলেন, ‘কোনটা করলে ভালো হতো, কোনটা করা উচিত ছিল, সেগুলো এখন ভেবে লাভ নেই। যারা শপথ নিয়েছেন, তারা সংসদে গণতন্ত্রের পক্ষে কথা বলবেন, নেত্রীর মুক্তির জন্য কথা বলবেন। আর যিনি শপথ নেননি, তিনি বাইরে দলকে সংগঠিত করার জন্য কাজ করবেন। আপাতত এটিই দলের কৌশল।’
দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সারাবাংলাকে বলেন, ‘দলীয় সিদ্ধান্ত সবার জন্যই সমান। তারপরও কৌশলগত কারণে একজনকে যদি শপথের বাইরে থাকতে হয়, সেটা নিয়ে কথা বলার কী আছে?’
আরও পড়ুন-
দুই জনের সিদ্ধান্ত চূড়ান্ত, তিন জন দোটানায়
সময় বাকি ৫ দিন, ফের ঢাকায় বিএনপির ৬ প্রার্থী
ভাবছেন উকিল, অপেক্ষায় হারুন, নীরব আমিনুল
সিদ্ধান্তে অনড় বিএনপি, হাল ছাড়েননি উকিল-হারুন-আমিনুল
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতির অপেক্ষায় বিএনপির ৩ বিজয়ী
সারাবাংলা/এজেড/টিআর
একাদশ জাতীয় সংসদ একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বিএনপি প্রার্থীদের শপথ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ