ভারতে পুলিশের গাড়িতে মাওবাদী হামলায় ১৬ জনের মৃত্যু
১ মে ২০১৯ ১৫:৩১ | আপডেট: ১ মে ২০১৯ ১৮:৫৮
ভারতের মহারাষ্ট্রে পুলিশের গাড়িতে মাওবাদী বিদ্রোহীদের বোমা হামলায় চালক ও কর্মকর্তাসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) এই হামলা চালানো হয়। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।
পুলিশ অফিসার সারাদ সেলার জানান, বনাঞ্চলে ঘেরা গাধচিরলি এলাকায় ল্যান্ড মাইন পুঁতে রেখেছিল দুর্বৃত্তরা। সেটি বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। মাওবাদীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
মহারাষ্ট্রের রাজ্য সরকার জানায়, শান্তিপূর্ণভাবে লোকসভার ভোটগ্রহণ হচ্ছে। সেটি ভন্ডুল করতে চেষ্টা করছে মাওবাদীরা। তারা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছিল স্থানীয় ভোটারদের কাছে।
দ্য প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, এদিন মাওবাদীরা রাস্তায় অন্তত ২০টি গাড়িও জ্বালিয়ে দেয়। তারা বনের গহীনে লুকিয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা করে।
সারাবাংলা/এনএইচ