লন্ডনের পথে প্রধানমন্ত্রী
১ মে ২০১৯ ১০:১৫ | আপডেট: ১ মে ২০১৯ ১৮:১৮
ঢাকা: দশ দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পথে রওনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হন প্রধানমন্ত্রী। এর আগে তিনবাহিনীর প্রধান, মন্ত্রীপরিষদের সদস্যরা এয়ারপোর্টে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
সরকারি এই সফরে এক সপ্তাহেরও বেশি সময় থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এজন্য মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার স্ত্রীসহ ছেলে-মেয়েরা লন্ডনে অবস্থান করছেন। চোখের চিকিৎসা ও পারিবারিক সময় কাটানোসহ দুই দেশের রাষ্ট্রীয় উচ্চপর্যায়ে একান্ত বৈঠকও করবেন শেখ হাসিনা।
দলীয় সূত্র জানায়, চোখের সমস্যাজনিত কারণে ১৯ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ রোগীদের মত ১০ টাকায় টিকিট কেটে শেরে বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেন। সেদিন চিকিৎসকদের পরামর্শ মোতাবেকই তাকে দ্রুত উন্নত চিকিৎসা ও চেক আপের পরামর্শ দেওয়া হয়।
সফরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে যুক্তরাজ্য সরকার ও দেশটির রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় ব্যাপারে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে। সফর শেষে আগামী ১০ মে দেশে ফিরে ১১ মে গণভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় করার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
সারাবাংলা/এনআর/জেএএম