Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানবতার জন্য কাজ করাই জাকের পার্টির লক্ষ্য’


১ মে ২০১৯ ০৬:২৯

ঢাকা: জাকের পার্টি এবং বিশ্ব জাকের মঞ্জিল ফাউন্ডেশনের চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফায়সাল বলেছেন, জাকের পার্টির ক্ষমতার কোনো লোভ নেই। শুধুমাত্র মানবতার স্বার্থে কাজ করাই এ সংগঠনের একমাত্র লক্ষ্য।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ‘ বিশ্ব ফাতেহা শরীফ ‘ শীর্ষক এক সুফি সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্যকালে তিনি একথা বলেন।

মোস্তফা আমীর ফায়সাল বলেন, ‘আমাদের ক্ষমতার লোভ নেই। আমরা বিনা স্বার্থে মানবতার জন্য কাজ করি। তবুও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমাদেরকে আমাদেরই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কিন্তু জাকের পার্টি কেউ ভাঙতে পারবে না। এই পার্টি ভাঙ্গার ক্ষমতা কারও নেই। কারণ জাকের পার্টির প্রত্যেক ভাই একেকজন জাকের পার্টি। জাকের পার্টির প্রত্যেক সদস্যের ঠিকানা জাকের পার্টির অফিস।’

জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী এর ওফাত (মৃত্যু) দিবস উপলক্ষ্যে এই ফাতেহা শরীফ সমাবেশের আয়োজন করা হয়। এসময় তার মৃত্যুকালীন সময় স্মরণ করে পীরজাদা মোস্তফা আমীর ফায়সাল বলেন, ‘কেবলাজান (খাজাবাবা) যেদিন ওফাত লাভ করছিলেন তখন পুরো পৃথিবী বিষন্ন হয়েছিল। প্রচন্ড আলোতে বিদ্যুৎ চমকালো কিন্তু কোন শব্দ হয়নি। এরপর এলো শক্তিশালী ঘূর্ণিঝড়। কেবলজান আমাদের ছেড়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করলেন।’

এসময় জাকের পার্টির কর্মী সমর্থক, অনুসারী ও ভক্তদের ইসলামের সঠিক আদর্শ মেনে চলার আহ্বান জানিয়ে মোস্তফা আমীর ফায়সাল বলেন, আমাদের সেই ধরনের মুসলমান দরকার যারা ইসলামের ও আল্লাহর দ্বীনকে আমল করার জন্য, মানবতা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনে নিজের আত্মাহুতি দেওয়ার মানসিকতা রাখে। জাকের পার্টির আমরা সবাই প্রেমের বন্ধনে আবদ্ধ। আমাদের আদর্শ ত্যাগের ও ভালোবাসার আদর্শ। জাকের পার্টি পবিত্রতার পার্টি, নামাজের পার্টি, যিকির করা পবিত্র মানুষদের পার্টি।

বিজ্ঞাপন

এসময় জাকের পার্টি ও বিশ্ব জাকের মঞ্জিল ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফায়সাল বলেন, এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বঙ্গবন্ধুর খুনীদের বিচার হয়েছে। ঠিক তেমনিভাবে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করছে তাদেরও এ বাংলার মাটিতে একদিন বিচার হবে।

তিনি আরও বলেন, অলি আউলিয়াদের আন্তর্জাতিক একটা সংগঠন জাকের পার্টি। তাই অলি আউলিয়াদের প্রতি সম্মান রেখে মানবতার সেবায় সকলকে কাজ করতে হবে।

সমাবেশে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগর কমিটির আমীর ও সদস্যগণ অংশ নেন।

সারাবাংলা/এসএইচ/এসএমএন

জাকের পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর