আমরা শ্রমিক, আমরা ঘাম বেচে খাই
১ মে ২০১৯ ০৬:৪৩
পহেলা মে। বিশ্বের কোটি কোটি শ্রমিকের অধিকার ও দাবি আদায়ের মহান ‘মে দিবস’। মে দিবস আসে, মে দিবস যায়। এদেশের শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। মে দিবসে যেখানে ছুটি কাটানোর কথা, অনেক শ্রমিক বেরিয়ে পড়ে কাজের সন্ধানে। একদিন বসে থাকলে চুলায় আগুন জ্বলবে না তাদের। ছুটি কাটানোর সময় কোথায় তাদের। বছরের প্রতিটি দিনই তাদের কাজের খোঁজে বের হতে হয়। অধিকাংশ সময়ই যাদের কাজ জোটে না, কাজ পাওয়াটায় তাদের কাছে মহান মে বিদসের আনন্দ। রাজধানীর তুরাগ নদী থেকে ছবিগেুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
সারাদিন ট্রলার থেকে বালি নামিয়ে দেড়শ থেকে আড়াইশ টাকা আয় করেন তুরাগ পাড়ের শ্রমিকরা।
প্রতি টুকরি বালির সঙ্গে একটা করে টোকেন সংগ্রহ করেন তারা।
তাদের টোকেন দেন একজন সর্দার।
ট্রলার থেকে বালি নামাচ্ছেন শ্রমিকরা।
কাজের ফাকে একটু বিশ্রাম।
সারাদিন কাজ শেষে কোনো দিন জমে জন প্রতি ৩০০ থেকে ৫০০ টোকেন।
প্রতিটি টোকেনের বিপরীতে মজুরি দেওয়া হয় ৫০ পয়সা করে।
সারাবাংলা/এমআই