Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইয়াবা গডফাদার’ হাজী সাইফুলের বিরুদ্ধে দুদকের মামলা


৩০ এপ্রিল ২০১৯ ২৩:২৩

চট্টগ্রাম ব্যুরো: ইয়াবা ব্যবসায়ীদের গডফাদার হিসেবে গণমাধ্যমে আলোচিত কক্সবাজারের হাজী মো. সাইফুল করিমের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-২-এর উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। নগরীর ডবলমুরিং থানায় দায়ের হওয়া মামলার নম্বর-৫২।

বিজ্ঞাপন

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন সারাবাংলাকে জানান, ২০১৭ সালে সাইফুলকে সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ দেয় দুদক। কিন্তু সাইফুল সম্পদ বিবরণী জমা দেননি। এরপর ‍দুদক তার সম্পদ অনুসন্ধানে নামে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সাইফুল করিমের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন জমা দেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

নির্ধারিত সময়ে সম্পদের বিবরণী দাখিল না করা এবং এক কোটি ৬৬ লাখ ৫ হাজার ৭৮৮ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মঙ্গলবার সাইফুলের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার এজাহারে সাইফুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) ও ২৭ (১) এবং মানি লন্ডারিং আইনের ১২-এর ৪ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, সাইফুল করিম (৩৯) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শিলবুনিয়াপাড়া গ্রামের মো. হানিফের ছেলে। ইয়াবার প্রবেশদ্বার হিসেবে খ্যাত টেকনাফের বাসিন্দা সাইফুল বিভিন্ন সময় গণমাধ্যমে আলোচনায় এসেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতাদের গডফাদার হিসেবে তার পরিচিতি আছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসবি

ইয়াবা গডফাদার কক্সবাজার চট্টগ্রাম জেলা টেকনাফ দুর্নীতি দমন কমিশন সাইফুল করিম সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর