Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনা জামানতে ঋণের বিধান রেখে ‘বিমা করপোরেশন’ বিল পাস


৩০ এপ্রিল ২০১৯ ২১:১৪

সংসদ ভবন থেকে: বিমা করপোরেশনকে বিনা জামানতে ঋণ নেওয়ার বিধানসহ জীবন বিমার জন্য মূলধন তিন শ কোটি টাকা ও সাধারণ বিমার জন্য মূলধন পাঁচ শ কোটি টাকা নির্ধারণ করে ‘বিমা করপোরেশন বিল-২০১৯’ সংসদে পাস হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের বৈঠকে মঙ্গলবার (৩০ এপ্রিল) বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিলটি পাসের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিজ্ঞাপন

এরআগে বিলের ওপর আনীত সংশোধনী, বাছাই কমিটিতে প্রেরণ ও জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
বিলে বলা হয়েছে, জীবন বিমার জন্য অনুমোদিত মূলধন হবে তিনশ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ৩০ কোটি টাকা। একইভাবে সাধারণ বিমার জন্য অনুমোদিত মূলধন হবে পাঁচ শ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ১২৫ কোটি টাকা। তবে সরকার গেজেট প্রজ্ঞাপন দিয়ে মূলধনের পরিমাণ পরিবর্তন করতে পারবে।

বিলে করপোরেশনের দায়গুলোর মূল্যমান নির্ধারণের পর উদ্বৃত্ত অর্থের ৯৫ শতাংশ বোর্ডের অনুমোদন সাপেক্ষে পলিসি গ্রহাকদের মধ্যে বণ্টন করা যাবে।

এছাড়া সরকারের পূর্বানুমোদন ব্যতীত শতকরা ৯৫ শতাংশের অধিক অর্থ বিমা পলিসি গ্রাহকদের মধ্যে বণ্টন করা যাবে না। বিলে সরকারি সম্পত্তি বিমা করণ সম্পর্কে বলা হয়েছে, সরকারি সম্পত্তি বা সংশ্লিষ্ট ঝুঁকি বা দায় সম্পর্কিত সব নন লাইফ বিমা ব্যবসা এক শ ভাগ সাধারণ বিমা করপোরেশনের নামে আন্ডার রাইট হবে। তবে সাধারণ বিমা নিজের জন্য পঞ্চাশ ভাগ অংশ রেখে বাকি ৫০ ভাগ বেসরকারি নন-লাইফ বিমা কোম্পানির মধ্যে সমহারে বণ্টন করে দেওয়ার বিধান রাখা হয়েছে।

এছাড়া বিলে বিনা জামানতে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিধান রাখা হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, ১৯৭৩ সালের আইন জীবন বিমা করপোরেশন ও সাধারণ বিমা করপোরেশন- উভয় করপোরেশনের অনুমোদিত মূলধন ছিল মাত্র বিশ কোটি টাকা। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এজন্য অনুমোদিত ও পরিশোধিত মূলধনের পরিমাণ বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া উক্ত আইনে সরকারি সম্পত্তি সম্পর্কিত ৫০ ভাগ-এর বিমা বাধ্যতামূলকভাবে সাধারণ বিমা করপোরেশনের কাছে এবং অবশিষ্ট ৫০ ভাগ সাধারণ বিমা বা অন্য বেসরকারি কোম্পানির কাছে হস্তান্তরের বিধান ছিল। নতুন আইনে তা শতভাগ সাধারণ বিমার নামে অবলিখন করে পরে পঞ্চাশ ভাগ বেসরকারি খাতে সমহারে বণ্টন করার প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে বিলে উভয় করপোরেশনের পরিচালনা পরিষদের সদস্য সাত থেকে ১০ জনে উন্নীত করার বিধান করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এমআই

জীবন বিমা পাস বিমা করপোরেশন বিল সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর