Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুলের আসন শূন্য ঘোষণা


৩০ এপ্রিল ২০১৯ ২০:১৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ২০:৫০

সংসদ ভবন থেকে: বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের পঞ্চম কার্যদিবসে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সোয়া ৮টায় স্পিকার এ ঘোষণা দেন। মির্জা ফখরুল গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদের ৪১ নম্বর আসন বগুড়া-৬ থেকে বিজয়ী হয়েছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন- কোনো চিঠি দেইনি, সময়ও চাইনি: মির্জা ফখরুল

স্পিকার বলেন, সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (১) (ক) বিধি অনুযায়ী সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে সংবিধানের তৃতীয় তফসিলে নির্ধারিত বিধান অনুযায়ী যদি কোনো সদস্য শপথ গ্রহণ করতে অসমর্থ হন, সেক্ষেত্রে তার আসনটি শূন্য হয়। এই সময়ের মধ্যে শপথ গ্রহণের অসমর্থ হওয়ায় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ (৩) বিধি অনুযায়ী শূন্য হওয়া সম্পর্কে সংসদকে অবহিত করার বিধান রয়েছে।

সোমবার শপথ নেন বিএনপির ৪ সংসদ সদস্য (ছবি: সংসদ সচিবালয়)

মির্জা ফখরুলের আসন শূন্য ঘোষণা করে স্পিকার বলেন, এ অবস্থায় শপথ গ্রহণে অসমর্থ হওয়ায় নির্বাচনি এলাকা ৪১, বগুড়া-৬ থেকে নির্বাচিত সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হলো। বিষয়টি জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮(৩) উপবিধি অনুযায়ী এই সংসদে অবহিত করা হলো। এখন নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ নেবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশন বসে গত ৩০ জানুয়ারি। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, ওই নির্বাচনে বিজয়ীদের ২৯ এপ্রিল মধ্যরাতের মধ্যে শপথ নেওয়ার সুযোগ ছিল নির্বাচনে বিজয়ীদের। বিকল্প হিসেবে উপযুক্ত কারণ দেখিয়ে শপথ নিতে সময় চেয়ে স্পিকারকে চিঠি দেওয়ার সুযোগও ছিল। কিন্তু এর কোনোটিই করেননি মির্জা ফখরুল।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ফ্লোর পেয়েই খালেদার মুক্তি চাইলেন এমপি হারুন

এর আগে, নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে নির্বাচিতরা সবাই শপথ নিয়েছিলেন। নির্বাচন প্রত্যাখ্যান করে কেবল শপথ নেওয়া থেকে বিরত ছিলেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের আট প্রার্থী। এর মধ্যে আবার জাতীয় ঐক্যফ্রন্টের দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর গত ৭ মার্চ ও মোকাব্বির খান গত ২ এপ্রিল শপথ নেন স্পিকারের কাছে। পরে গত ২৫ এপ্রিল দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা মো. জাহিদুর রহমান। পরে দলের সিদ্ধান্তেই সাংবাধানিক বাধ্যবাধকতার শেষ দিন সোমবার শপথ নেন আরও চার বিএনপি নেতা। বাকি ছিলেন কেবল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। শেষ পর্যন্ত তার আসনটি শূন্য ঘোষণা করা হলো।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

আসন শূন্য আসন শূন্য ঘোষণা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর