Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক গভীরতর হচ্ছে: প্রতিমন্ত্রী


৩০ এপ্রিল ২০১৯ ১৯:১৪

ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক গভীরতর হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। মঙ্গলবার (৩০ এপ্রিল) এক বার্তায় তিনি এ খবর জানান।

ওই বার্তায় আরও বলা হয়, ভারতের নবনিযুক্ত হাই কমিশনার রিভা গাঙ্গুলী মঙ্গলবার মো. শাহরিয়ার আলমের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাত করেন। এ সময় ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান শাহরিয়ার আলম। বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনার আলোকে দুদেশের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ এবং যাতায়াত বৃদ্ধি পাওয়াকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এছাড়া প্রতিমন্ত্রী রেল ও নৌপথে আরও যোগাযোগ বৃদ্ধির চলমান কার্যক্রমকে স্বাগত জানান।

তারা দুদেশের মধ্যে বিদ্যমান বিদ্যুত আমদানি-রফতানির বিষয়েও আলোচনা করেন এবং আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হবে বলে আশা প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতীয় নতুন হাই কমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশে তার কার্যকালীন সময় সফল হবে বলে আশা প্রকাশ করেন।

সারাবাংলা/জেআইএল/এমআই

দুদেশের সম্পর্ক পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী বাংলাদেশ ভারত রিভা গাঙ্গুলী হাই কমিশনার হাই কমিশনার রিভা গাঙ্গুলী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর