৩৯তম বিশেষ বিসিএসে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ
৩০ এপ্রিল ২০১৯ ১৬:৪৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১৬:৫৫
ঢাকা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে চিকিৎসক নিয়োগের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (৩০ এপ্রিল) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্ত ফলাফলে ৪ হাজার ৭৯২ প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে, ৪ হাজার ৫৪২ জনকে সহকারী সার্জন এবং ২৫০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
সারাবাংলা/টিএস/এটি