Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবলীগ নেতা সাহাবুদ্দিন হত্যা মামলায় আসামির যাবজ্জীবন


৩০ এপ্রিল ২০১৯ ১৬:৪১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে যুবলীগ নেতা সাহাবুদ্দিন হত্যা মামলায় কবির হোসেন নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ এপিল) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি নাছির উদ্দিন ও জাহাঙ্গীর আলমকে বেকসুর খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত কবির হোসেন সদর উপজেলার কুশাখালী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে মালবাহী ট্রলি উল্টে শ্রমিকের মৃত্যু

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২২ নভেম্বর রাতে সদর উপজেলার কুশাখালী গ্রামে যুবলীগ নেতা সাহাবুদ্দিনকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরের দিন ২৩ নভেম্বর নিহতের ভাই মো. গোলাম মাওলা চৌধুরী বাদী হয়ে কবির হোসেনকে প্রধান করে ১৫ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ চূড়ান্ত প্রতিবেদনে কবিরসহ তিন জনের নাম আদালতে পাঠায়। মামলার রায়ে কবিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি দুই আসামি খালাস পেয়েছেন।

সারাবাংলা/এমএইচ

আদালত যাবজ্জীবন কারাদণ্ড যুবলীগ নেতা হত্যা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর