Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ক্রিমিনোলজি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


৩০ এপ্রিল ২০১৯ ১৬:০০ | আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১৬:০৩

ঢাকা: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে বিভাগের শ্রেণিকক্ষে কেক কেটে ও রঙিন বেলুন উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

ক্রিমিনোলজি বিভাগকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য স্বাগত বক্তব্যে উপাচার্য ড. আখতারুজ্জামান ধন্যবাদ জানান বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারপার্সন অধ্যাপক ড. জিয়া রহমানকে।

এদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপাচার্য, বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীর একটি আনন্দ-র‍্যালি বের করে। র‌্যালিটি মধুর ক্যান্টিন, কেন্দ্রীয় গ্রন্থাগার, অপরাজেয় বাংলা হয়ে লেকচার থিয়েটারে এসে শেষ হয়।

সারাবাংলা/ এনএইচ

ক্রিমিনোলজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর