Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো চিঠি দেইনি, সময়ও চাইনি: মির্জা ফখরুল


৩০ এপ্রিল ২০১৯ ১৪:১৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১৫:০৯

ঢাকা: শপথ গ্রহণের জন্য সময় চেয়ে জাতীয় সংসদের স্পিকারকে কোনো চিঠি দেননি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ‘আওয়াজ’ নামে একটি সংগঠন এ আলোচনা সভা আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল সংবাদ সম্মেলনে আমি খুব স্পষ্ট করে উত্তর দিয়েছি। আমি ধন্যবাদ জানাই, যারা বিষয়টিকে পুরোপুরি সেভাবেই উপস্থাপন করেছেন আপনাদের পত্রিকায়, চ্যানেলে। একই সঙ্গে আমি খুব বিস্মিত হয়েছি কিছু কিছু পত্রিকা, কিছু কিছু চ্যানেলে বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন— যেটা আমরা বলিনি, যেটা আমরা করিনি। খুব জোরে সোরে কয়েকটি চ্যানেল থেকে বলা হচ্ছে, আমি শপথ নেওয়ার জন্য সময় চেয়েছি, আবেদন করেছি।’

‘আমি কোনো চিঠি দেইনি, কোনো সময় চাইনি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আপনার দলের সিদ্ধান্ত হলো আপনি শপথ নিলেন না কেন? এটাও আমার দলের সিদ্ধান্ত, এটাও আমাদের কৌশল। সেই কৌশলেই আমি শপথ নেইনি এবং আমি কোনো চিঠি দেইনি, ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে?’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাংবাদিকদের পাঠানো চিরকুটের জবাবে তিনি বলেন, ‘সমঝোতার কথা অনেকেই বলেছেন। বিএনপি সমঝোতা করলে অনেক আগেই করতে পারত। বেগম খালেদা জিয়া যদি সমঝোতা করতেন, তাহলে উনিই প্রধানমন্ত্রী থাকতেন, অন্য কেউ প্রধানমন্ত্রী হতে পারতেন না।’

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া সেই নেত্রী, যিনি নীতির প্রশ্নে কখনো আপস করেননি। আমরা সেই দল, যারা বেগম খালেদা জিয়ার সেই নীতিকে সামনে রেখে এগিয়ে চলছি। আমরা বাস্তবতাকে সামনে রেখে এগিয়ে চলছি। আমরা অন্ধের মতো চলছি না। আমরা দেখছি, বাস্তবতা কী। আমরা বিদেশি রাষ্ট্রের সঙ্গে দেন-দরবার করে কিছু করছি না। তাদের কথাগুলো আমরা শুনছি, বিদেশি রাষ্ট্রের রাজনীতিগুলো দেখছি। দেখে-শুনে এই সিদ্ধান্ত নিয়েছি।’

বিজ্ঞাপন

আওয়াজ’-এর আহ্বায়ক সেলিমা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আওয়াজের সদস্য সচিব শাহিদা রফিক, বিএনপির নির্বাহী সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহসহ অন্যরা।

আরও পড়ুন:
‘তারেকের নির্দেশেই শপথ’
দলীয় সিদ্ধান্তে শপথ: ফখরুল
শপথ নিয়েই সংসদে বিএনপির ৪ এমপি

সারাবাংলা/এজেড/এমও

এমপিদের শপথ বিএনপির শপথ মির্জা ফখরুল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর