ফেসবুক, হোয়াটসঅ্যাপ ফের চালু হলো শ্রীলংকায়
৩০ এপ্রিল ২০১৯ ১৪:২৯
ইস্টার সানডে’তে সন্ত্রাসী হামলার পর গুজব ছড়ানোর ঝুঁকি এড়াতে শ্রীলংকায় বন্ধ করে দেওয়া হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। মঙ্গলবার (৩০ এপ্রিল) আবারও সেসব সচল করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
শ্রীলংকার প্রেসিডেন্টের অফিস সূত্রে জানা যায়, টুইটার, ফেসবুক, ভাইবারসহ বন্ধ থাকা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
এর আগে, ২১ এপ্রিল শ্রীলংকার চার গির্জা, তিন হোটেল ও এক বাড়িতে বোমা হামলায় ৪২ বিদেশি নাগরিকসহ অন্তত ২৫০ জনের মৃত্যু হয়। ২০০৯ সালে গৃহযুদ্ধ অবসানের পর এটিই শ্রীলংকাতে হওয়া সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। এই হামলায় জড়িত থাকার কথা জানিয়ে বিৃবতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
সারাবাংলা/এনএইচ