Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রাইস্টচার্চে এবার ‘বোমা’ আতঙ্ক, আটক ১


৩০ এপ্রিল ২০১৯ ১১:৫০ | আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১৩:৩৩

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে  ‘বোমা’ হামলার আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সেখানের ফিলিপসটাউনে বেশ কয়েকটি পুলিশের গাড়ি ও বোমা নিষ্ক্রিয়কারী দল দেখা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করা হয়েছে। খবর রয়টার্সের।

স্থানীয় পত্রিকা নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, বোমা হামলার আশঙ্কায় পুলিশকে ফিলিপসটাউনে ডাকা হয়েছে। সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের।

বিজ্ঞাপন

এদিকে, সেন্ট জন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স দেখা গেলেও সেখানে ‘আহত’ কারও দেখা মিলেনি।

উল্লেখ্য, গত ১৫ মার্চ জুমা’র নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউড মসজিদে বন্দুক হামলা চালায় শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ব্রেন্টন ট্যারেন্ট(২৮)। হামলায় আল নূর মসজিদে ৪৩ জনসহ মোট ৫০ জনের মৃত্যু হয়।

সারাবাংলা/এনএইচ

ক্রাইস্টচার্চ নিউজিল্যান্ড ফিলিপসটাউন বোমা আতঙ্ক হামলার আশঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর