Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে মাদক বিক্রেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার


৩০ এপ্রিল ২০১৯ ০৯:৪২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মোহন শেখ (৫০) নামে এক মাদক বিক্রেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেলস্টেশন থেকে লাশটি উদ্ধার করা হয়।

মোহন শেখ মাহমুদপুর মহল্লার ২নম্বর গলির মৃত হায়াত আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মোহন একাধিক মাদক মামলার আসামি। প্রায় একমাস আগে সে কারাগার থেকে বের হয়েছিল। রায়পুর রেল স্টেশনের পাশে তার লাশ দেখে স্থানীয়রা খবর দেয়। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এমও

গুলিবিদ্ধ মাদক মাদক বিক্রেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর