ফতুল্লায় র্যাবের অভিযান, শত কোটি টাকার নষ্ট খেজুর জব্দ
২৯ এপ্রিল ২০১৯ ২১:০২ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ২১:০৯
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দুইটি হিমাগারে অভিযান চালিয়ে প্রায় একশ’ কোটি টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে হিমাগার দু’টি সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযানে ভেজাল খাদ্যদ্রব্য মজুদ রাখার অপরাধে একটি হিমাগারকে নগদ ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। র্যাব জানিয়েছে, পবিত্র রমজান মাসকে সামনে রেখে এই নষ্ট খেজুরগুলো সারাদেশে বাজারজাত করার প্রক্রিয়া চলছিল।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নের্তৃত্বে র্যাব-১১ এর একটি দল সদর উপজেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকায় অভিযান চালায়।
এ সময় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম বাহাউদ্দিনের মালিকানাধীন শাহীন অ্যান্ড ব্রাদার্স কোল্ড স্টোরেজ এবং নাগরিক ঐক্যের নারায়ণগঞ্জের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এস এম আকরামের যৌথ মালিকানাধীন আদর্শ কোল্ড স্টোরেজে শত কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর পাওয়া যায়।
সারোয়ার আলম জানান, খেজুরগুলো কমপক্ষে তিন থেকে চার বছর আগে আমদানি করা হয়েছিল। পবিত্র রমজান মাসে এগুলো বাজারজাত করার পরিকল্পনা ছিল। নষ্ট খেজুরগুলোতে এক ধরনের সিরাপ স্প্রে করা হয়েছে, যেন দেখতে চকচকে থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। নষ্ট খেজুরগুলো যেন বাজারে না আসে সে জন্য হিমাগার দু’টি নজরদারির আওতায় রাখা হয়েছিল।
সারাবাংলা/এটি