Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি শেখ ফাহিম


২৯ এপ্রিল ২০১৯ ২০:২৬ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ২৩:৫৫

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ ফজলে ফাহিম। সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের নির্বাচন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এই ফল ঘোষণা করেন।

নব-নির্বাচিত ৭১ জন পরিচালকের নিরঙ্কুশ সমর্থনে ফাহিম সভাপতি নির্বাচিত হয়েছেন।

এর আগে, ২০১৯-২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় শেখ ফজলে ফাহিমের নেতৃত্বাধীন ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ প্যানেলের সব প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। ২৭ এপ্রিল এফবিসিসিআইয়ের নির্বাচন পরিচালনা বোর্ড ওই ফল ঘোষণা করে। সোমবার বিজয়ীদের ভোটে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি নির্বাচন করা হয়।

গত ৫ ফেব্রুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল এফবিসিসিআই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের ২১টি করে মোট ৪২টি পদের জন্য ৪২টি মনোনয়নপত্র জমা পড়ায় কোনো নির্বাচন করতে হয়নি।

সংগঠনটির নব-নির্বাচিত ৭১ জন পরিচালকের নিরঙ্কুশ সমর্থনে ফাহিম সংগঠনটির ২২তম সভাপতি নির্বাচিত হন। এছাড়া ২০১৯-২১ মেয়াদে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মুনতাকিম আশরাফ, চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মিসেস হাসিনা নেওয়াজ, মো. রেজাউল করিম রেজনু এবং দিলিপ কুমার আগারওয়ালা এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সিদ্দিকুর রহমান, মীর নিজাম উদ্দিন আহমেদ এবং নিজাম উদ্দিন রাজেশ।

এদিকে, এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হয়েছেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আশরিয়া। তিনি চেম্বার গ্রুপ থেকে কিশোরগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র প্রতিনিধি হয়ে এই পদে নির্বাচিত হন।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে ফেডারেশনের চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ এবং এফবিসিসিআই-এর সাবেক সভাপতি, জ্যোষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বধীন প্যানেল ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’কে নিরঙ্কুশ সমর্থন জানান।

ফল ঘোষণার সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান উপস্থিত ছিলেন। শেখ ফজলে ফাহিমকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘ব্যবসা খাতের নেতৃত্ব আমরা পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করছি। নব-নির্বাচিত সভাপতি, জ্যোষ্ঠ সহ-সভাপতি এবং সহ-সভাপতি ও বোর্ডের অধিকাংশই নতুন প্রজন্মকে প্রতিনিধিত্ব করছে। এটি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।’

এফবিসিসিআইয়ের বিদায়ী সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে ও পরিচালকদের নিরঙ্কুশ সমর্থনের মাধ্যমে আজ শেখ ফজলে ফাহিম ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। এই সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন এবং চলতি মেয়াদে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি পূর্বের ধারাবাহিকতা বজায় রাখবেন।’

এফবিসিসিআই নির্বাচন: ফাহিমের সম্মিলিত ব্যবসায়ী পরিষদ বিজয়ী

সংগঠনের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নব-নির্বাচিত সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘আমার লক্ষ্য ব্যবসায়ীদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করা। বর্তমান সরকারের ঘোষিত ভিশন-২০৪১ বাস্তবায়নে ফেডারেশনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করাই আমার লক্ষ্য। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে জাতীয় অবকাঠামো খাতের উন্নয়নসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য নেটওয়ার্কে যুক্ত থেকে ফেডারেশন আগামী দুই বছর আরও অগ্রণী ভূমিকা পালন করবে।’

বিজ্ঞাপন

এর আগে, গত ২৪ মার্চ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সম্মিলিত পরিষদের প্যানেল ঘোষণা করা হয়। নির্বাচেন এবার এই প্যানেলের কোনো প্রতিদ্বন্দ্বি ছিল না।

সারাবাংলা/ইএইচটি/এমও

এফবিসিসিআই এফবিসিসিআই নির্বাচন শেখ ফজলে ফাহিম

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

আরো

সম্পর্কিত খবর