দুই জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে র্যাব
২৯ এপ্রিল ২০১৯ ১৬:০৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৬:৫৮
ঢাকা: রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানায় বিস্ফোরণে নিহত দুই জঙ্গির প্রাথমিক পরিচয় নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র্যাব)। সোমবার (২৯ এপ্রিল) প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে র্যাব সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের দুই জঙ্গির প্রাথমিক পরিচয় নিশ্চিত করেন।
জাহাঙ্গীর আলম জানান, ‘নিহত দুই জঙ্গির এক জনের নাম সুমন অন্যজনের নামে সুজন।’ তবে তাদের সম্পের্কে আর কিছু সুনির্দিষ্ট করে বলেননি। তিনি আরও বলেন, ‘তাদের প্রকৃত পরিচয় জানতে ডিএনএ টেস্ট ও আঙুলের ছাপসহ অন্যান্য পরীক্ষার প্রয়োজন রয়েছে।’
থানার সীমানা জটিলতায় তথ্য ঘাটতি, র্যাব বলছে জঙ্গিরা আগেই ছিল
জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা রাত তিনটার দিকে বাড়ির কেয়ারটেকার সোহাগ, তার স্ত্রী মৌসুমি ও মসজিদের ঈমাম ইউসুফকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য পেয়েছি।’
তিনি বলেন, এছাড়া কেয়ারটেকার সোহাগ জানিয়েছে প্রায় দেড়মাস আগে সুজন ও সুমন তার কাছে বাসাভাড়ার জন্য আসে। তবে ব্যাচেলর বলে বাসাভাড়া দিতে অস্বীকার করে সোহাগ। তখন তাদের একজন জানায় সসে বিবাহিত। এরপর ১৫ শ টাকায় বাসাভাড়া নেয়। তাদের একজন নিজেকে ভ্যানচালক অন্যজন বেসরকারি চাকরি করে বলে নিজেদের পরিচয় দেয়।’
‘এপ্রিলের ১ তারিখে বাসায় উঠলেও তারা খুব একটা বাসায় থাকেতো না। এছাড়া কখনো একটানা তিনদিনও বাসায় থাকেনি। তবে শেষ দিকে একটানা কয়েকরাত বাসায় ছিল’—বলেন জাহাঙ্গির আলম।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, ভাড়া নেওয়ার পর সেখানে বিস্ফোরক কীভাবে এলো, আর কেউ জড়িত কি-না তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, রোববার (২৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে বসিলার ওই বাড়িটি ঘিরে ফেলে র্যাব। বাড়িটি শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সীমানা প্রাচীর সংলগ্ন। এছাড়া, র্যাব-২ বসিলা কার্যালয় থেকে আধা-কিলোমিটারের মধ্যে বাড়িটির অবস্থান।
সারাবাংলা/ইউজে/এমআই
আরও পড়ুন:
জঙ্গি আস্তানা সন্দেহ: ঘটনাস্থলে কমান্ডো টিম, আটক ৩
বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও র্যাবের, বিস্ফোরণ